হালিশহরে শিশু মৃত্যুর ঘটনায় সৎ বাবা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরে ২০ মাস বয়সী শিশু (সাঈদ) মৃত্যুর ঘটনায় তার সৎ বাবা আদনান রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে হালিশহর থানার ঝর্ণাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ৫ ফেব্রুয়ারি দুপুরে হালিশহর থানার মনির চেয়ারম্যানের বাড়ি এলাকার একটি বহুতল ভবন থেকে শিশু সাঈদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, শিশু সাঈদের পরিবার তার মৃত্যুর ঘটনাকে হত্যা বলে সন্দেহ করছে। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্দেহজনক হিসেবে আদনান রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবেঘটনাটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু। তিনি বলেন, ঘটনার পর থেকে আদনান পালিয়ে ছিলেন বলে পরিবারের অভিযোগ। বৃহস্পতিবার হালিশহর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের উন্নয়নে সব সংস্থাকে সমন্বয় করে কাজ করার তাগিদ গণপূর্ত মন্ত্রীর
পরবর্তী নিবন্ধপ্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীর ছোটভাইকে অপহরণ, পরে পুকুরে চুবিয়ে খুন