দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮নং ওয়ার্ডের নতুন ২নং সাইটে আল হাসনাইন ওরশ উদযাপন কমিটির উদ্যোগে ২০ জুন (সোমবার) হযরত শাহ মোহছেন আউলিয়া (রা.) এর বার্ষিক ওরশ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে।
ওরশে দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে-বাদে জোহর খতমে গাউসিয়া, বাদে আসর খতমে কোরান ও মিলাদ মাহফিল এবং বাদে এশা তাবাররুক বিতরণ। এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য আল হাসনাইন ওরশ উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মো. আজম আহবান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।