হালিশহরে রাস্তা সংস্কার চাই

| শুক্রবার , ৬ ডিসেম্বর, ২০২৪ at ৫:০৫ পূর্বাহ্ণ

হালিশহর, চট্টগ্রাম জেলার একটি মেট্রোপলিটন থানা। এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন। তবে হালিশহর মূলত আবাসিক এলাকা হিসাবে পরিচিত।

উত্তর হালিশহরের অর্থাৎ আবাসিক এলাকার দিকের রাস্তাঘাটের অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক। বছর কয়েক আগে রাস্তা পাকা করার কাজ সম্পন্ন হলেও টেকসই পরিকল্পনার অভাবে তা বেশি দিন স্থায়ী হয়নি। গ্যাস লাইন ও ওয়াসার লাইনের কাজের জন্য বারবার রাস্তা কেটে ফেলা হচ্ছে। ফলে সড়কগুলোর অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এলাকার প্রধান সড়কগুলোর পাশাপাশি ভেতরের গলিগুলোও একই রকম দুর্দশার শিকার। বৃষ্টির সময় কিংবা জোয়ারের পানি উঠলে এই রাস্তাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা স্থানীয় বাসিন্দাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। জলাবদ্ধতার কারণে কাদামাটি আর কর্দমাক্ত রাস্তায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। রাস্তা কাটার পর সেগুলো যথাযথভাবে পুনঃসংস্কার করা হয় না। ফলে যাতায়াতের জন্য এসব রাস্তা ক্রমেই বিপদজনক হয়ে উঠছে। বিশেষ করে স্কুলকলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষেরা প্রতিদিনই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। তাই দ্রুত রাস্তাগুলোর মেরামত ও সঠিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সাইমা হাসান

শিক্ষার্থী, অনার্স ২য় বর্ষ, বাংলা বিভাগ,

চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধহাছন রাজা : মরমী কবি এবং বাউল
পরবর্তী নিবন্ধঝরে পড়া স্বপ্ন