হালিশহরে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর, ২০২২ at ১১:৪৭ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরের রঙ্গিপাড়া এলাকার শামু বেকারিকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খবার তৈরির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া চান্দগাঁও থানা এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৭ ব্যক্তিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল বুধবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পৃথক এ দুটি অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রঙ্গিপাড়ার শামু বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে চান্দগাঁও থানাধীন এলাকায় ৭ ব্যক্তিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাটে বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে দোকানে হামলা
পরবর্তী নিবন্ধআগামীকাল ক্বণনের আবৃত্তি অনুষ্ঠান ‘রক্তাক্ত জাতির পতাকা’