নগরীর হালিশহর পোর্ট কানেক্টিং সড়কের মুন্সি পাড়া এলাকায় ফলের ক্যারেটের গুদাম ও আশপাশের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুনে প্রায় অর্ধ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক আজাদীকে বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের চারটি স্টেশন থেকে ছয়টি ইউনিট নিয়ে ফায়ার কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। পটকাবাজি থেকে একটি ভবনে ফলের ক্যারেটের (ফল রাখার প্লাস্টিকের ঝুড়ি) গুদামে প্রথমে আগুন লাগে। এরপর আগুন আশপাশের কয়েকটি বসতঘরেও ছড়িয়ে পড়েছে। ভবনটির ২ তলা থেকে ৫ তলা পর্যন্ত একাংশে আগুন লাগে। তাতে ৩৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। রাত সাড়ে ৯টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শিশু–কিশোরদের পোড়ানো আতশবাজি থেকে আগুনের সূত্রপাত। ৫–১০ মিনিটের মধ্যে আগুন বন্দরে আসা আমদানি পণ্যের প্লাস্টিকের ক্যারেটের স্তূপে ছড়িয়ে পড়ে। তারপর কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে।