নগরীর হালিশহরে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, যুবককে অপহরণ ও এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। পরে অপহৃতকে ছেড়ে দেয়া হলেও মারধরে আহত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল হালিশহর থানাধীন দক্ষিণ কাট্টলী মাইজপাড়া বধ্যভূমি স্মৃতি এস্টেট নামে একটি বাড়িতে জায়গা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বাড়ির মালিক জানান, ৯৯৯ -এ ফোন করলে পুলিশ আসায় তারা রক্ষা পেয়েছেন।
হালিশহর থানার ওসি মো. রফিকুল ইসলাম আজাদীকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এছাড়া ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান ওসি।
ভুক্তভোগী পরিবারের রনি চন্দ্র দেবনাথ আজাদীকে বলেন, বেলা দুইটা বা আড়াইটার দিকে প্রতিপক্ষের প্রায় ৪০/৫০ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমাদের বাড়িতে হামলা চালিয়ে বাসার ভেতর আসবাবপত্র ভাঙচুর করে। আমার ছোট ভাই অসুস্থ রুপনকে টেনে হিঁচড়ে সিএনজিতে করে তুলে নিয়ে যায়। এ সময় আমার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বাধা দিলে তাকে তারা মারধর করে। সন্ত্রাসীরা ঘর জ্বালিয়ে দেয়ারও চেষ্টা চালায় বলে তিনি জানান। বিকেলে অপহৃত ভাইকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান রনি। অপরদিকে মারধরে আহত অন্তঃসত্ত্বা স্ত্রীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান বলে জানান।
রনি দাবি করেন, সন্ত্রাসীদের পাশাপাশি এ হামলায় কিছু হিজড়াও অংশ নিয়েছিল। তিনি ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে তার অভিযোগ পুলিশ মূল অপরাধীদের ছেড়ে দিয়েছে। স্ত্রীর অবস্থা ভালো না জানিয়ে রনি বলেন, হাসপাতাল থেকে বেরিয়ে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করবেন।