হালিশহরে পিটুপির নান্দনিক প্রকল্প শফিক রেসিডেন্সের নির্মাণকাজ শুরু

| মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৯:০৭ পূর্বাহ্ণ

 

নগরীরর হালিশহরের এইচ ব্লকের ১৫ নম্বর প্লটে গতকাল সোমবার গ্রাউন্ড ব্রেকিংয়ের মাধ্যমে শুরু হলো পিটুপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের নান্দনিক প্রকল্প শফিক রেসিডেন্সের নির্মাণ কাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ভূমি মালিক শফিকুল আলম, ব্যাংকার এ কে এম জসিম উদ্দিন, মনিরুল আলম (মেম্বার), ব্যবসায়ীদের মধ্যে ছিলেন গিয়াসউদ্দিন, মোজাম্মেল হোসেন, নাসির উদ্দিন, আব্দুল হান্নান, ফজলুল করিম, পিটুপির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম, পরিচালক স্থপতি মেহেদী ইফতেখার, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাহিম, পরিচালক ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন খান, হেড অব বিজনেস অ্যান্ড অপারেশন নাজমুল বিন আবেদীন, পিআর ব্যাবস্থাপক সৈয়দ রিদওয়ান উর রহমান, সিআরএম ব্যবস্থাপক সান্টু দত্ত, এইচআর ব্যবস্থাপক আমিনুল হাসান। এছাড়া অনুষ্ঠানে পিটুপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পিটুপির পরিচালক স্থপতি মেহেদী ইফতেখার বলেন, হালিশহরে পিটুপির প্রথম নান্দনিক প্রকল্প হিসেবে নির্মিত হতে যাচ্ছে শফিক রেসিডেন্স। সবুজকে প্রাধান্য দিয়ে এবং শৈল্পিক ডিজাইনে ৯ তলা বিশিষ্ট এই আবাসন প্রকল্পটি নির্মিত হবে।

প্রকল্পটি প্রধান সড়কের পাশে সবুজে ঘেরা ইকো ফ্রেন্ডলি লোকেশনে নির্মিত হচ্ছে। দক্ষিণমুখী এই আবাসন প্রকল্পের দুই পাশেই রয়েছে সুপরিসর সড়ক। এই প্রকল্পে ব্যবহৃত বিশ্বমানের নির্মাণ সামগ্রী এই ভবনে আধুনিক জীবনযাপনের যাবতীয় সুযোগসুবিধা নিশ্চিত করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু
পরবর্তী নিবন্ধআইআইইউসির ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বিদায় সংবর্ধনা