হালিশহরে দিনমজুর খুনে যুবকের মৃত্যুদণ্ড

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৪:৫৫ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরে দিনমজুর মাকসুদুর রহমান মাকসুদকে ছুরিকাঘাত করে হত্যার দায়ে এক যুবককে (পলাতক) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুবক সন্দ্বীপ উপজেলার রহমতপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মো. হোসেন। গতকাল চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী দীর্ঘতম বড়ুয়া দীঘু এ তথ্য নিশ্চিত করে বলেন, ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক মামলার রায় ঘোষণা করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১২ মার্চ দিনমজুর মাকসুদকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় মো. হোসেনকে অভিযুক্ত করে মামলা করে মাকসুদের পরিবার। মামলার এজহারে বলা হয়, হালিশহরের বিব্লকের ২ নং রোডের একটি বাসায় দিনমজুর মাকসুদসহ কয়েকজন থাকতেন। এরমধ্যে একজন হলেন মো. হোসেন। বাসার বাইরের একটি চায়ের দোকানে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় মো. হোসেনকে মারধর করেন মাকসুদ। বিষয়টি এক বড় ভাইয়ের মাধ্যমে মিমাংসার চেষ্টাও হয়। পরে তারা বাসায় চলে যায়। একই দিন রাত তিনটার দিকে মাকসুদকে ছুরিকাঘাত করেন মো. হোসেন এবং পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাকসুদকে মৃত ঘোষণা করেন। ২০১৭ সালের ৩০ এপ্রিল মো. হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। পরে একই বছরের ১১ নভেম্বর তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিটি ক্ষণে ছিল মৃত্যুর ভয় দেড় বছর পর আল-কায়েদার বন্দিদশা থেকে ফিরলেন সুফিউল
পরবর্তী নিবন্ধবন্দরে কোকেন জব্দ, দ্বিতীয় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য