নগরীর হালিশহরের টোল রোডে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. জসিম (২২) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ ঘটনা ঘটে। মো. জসিম পিরোজপুর জেলার কাউখালী এলাকার আবুল কালামের সন্তান। মৃত্যুর আগে ইপিজেডের নেভী গেট এলাকায় বসবাস করতেন। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো. জসিম সাইকেল চালিয়ে গন্তব্যস্থলে যাচ্ছিলেন উল্লেখ করে ওসি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।