হালিশহরে ঝটিকা মিছিল, জামায়াত-শিবিরের চার নেতাকর্মী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ নভেম্বর, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

ঝটিকা মিছিল করার সময় নগরের হালিশহর বৌ বাজার এলাকা থেকে জামায়াতশিবিরের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন আকবর শাহ থানা জামায়াতের আমির আব্দুস সবুর, পাহাড়তলী থানা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন, ইসলামী ছাত্র শিবিরের সাথী সাহেদ মজুমদার ও মো. রায়হান। গতকাল ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। হালিশহর থানার ওসি মো. কায়সার হামিদ বলেন, হরতালের সমর্থনে নিবন্ধন বাতিল হওয়া সংগঠনটি হালিশহর বৌ বাজার ও পানিরকল এলাকায় ঝটিকা মিছিল বের করে। এ সময় পুলিশ ধাওয়া করে তাদের গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি পরীক্ষা দেওয়া সম্ভব হলো না আলভির
পরবর্তী নিবন্ধনতুন করে চক্রের অপতৎপরতা