দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ৩য় আয়োজন আন্তঃ একাডেমি কাপে (জুলাই স্মৃতি বিশেষ ফুটবল টুর্নামেন্ট–২৫) গতকালের ফাইনাল ম্যাচে সিনিয়র দল (১৬,১৭+) উপদেষ্টা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। নির্ধারিত সময়ের খেলা ১–১ গোলে ড্র হলে পরে সরাসরি টাইব্রেকারে ৪–৩ গোলে জুনিয়র দল (১৩,১৪,১৫) পরিচালনা পর্ষদ একাদশকে হারায় সিনিয়র দল (১৬,১৭+) উপদেষ্টা একাদশ। সিডিএ বালুর ২নং মাঠে অনুষ্ঠিত খেলার শুরুতে জুনিয়রের আরিফ গোল দিয়ে দলকে এগিয়ে নেন। খেলার শেষ দিকে সিনিয়রের তাহসিন গোল করে সমতা আনেন। খেলা পরিচালনা করেছেন মাঠ সহ সমন্বয়কারী ওমর ফারুক, সহকারী ছিলেন মামুন ও আবির। টুর্নামেন্টে সেরা গোলদাতা ও উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মাহিন, ফাইনালের সেরা খেলোয়াড় আল আমিন, ফেয়ার প্লে খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রানার্স দলের অধিনায়ক মো. রিয়াদ। এর আগে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন ও খেলা পরিদর্শন করেন উপ কমিটির সহ– সভাপতি মো. ইকবাল হোসেন, সাবেক ফুটবলার মো. কামাল উদ্দিন, উপদেষ্টা কোচ মো. আলাউদ্দিন। জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো. সাহাব উদ্দিন, মো. খলিলুর রহমান হাওলাদার, মো. মামুন, মো. মুরাদ আলী, আইয়ুব খান, আল আমিন, মো. রাকিব, তৌসিফ প্রমুখ।