নগরীর হালিশহরে কলেজ শিক্ষার্থী সাব্বির হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম ইরফাত আলী প্রকাশ রাফসান। নগরীর পাহাড়তলী থানার পানির কল এলাকার মোহাম্মদ আলীর ছেলে তিনি। গত শনিবার নগরীর আকবরশাহ থানার কৈবল্যধাম রেলবিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, হালিশহর থানার কিশোর গ্যাং ‘ফাইতন গ্রুপ’ কর্তৃক কলেজ শিক্ষার্থী সাব্বির হত্যা মামলার এজাহারনামীয় আসামি ইরফাত আলী প্রকাশ রাফসান। কৈবল্যধাম রেলবিট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন দৈনিক আজাদীকে বলেন, গ্রেপ্তারের পর রাফসানকে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বছরের ১৬ মে হালিশহরের নয়াবাজার বিশ্বরোড এলাকায় কলেজ শিক্ষার্থী মো. সাব্বিরকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। এরপর গত ২১ মে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি হালিশহর আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।












