হালিশহরে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে আদালতের নিষেধাজ্ঞা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ এপ্রিল, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ওয়াসার হালিশহরে স্যুয়ারেজ প্রকল্পের কার্যক্রমে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গত মঙ্গলবার চট্টগ্রামের যুগ্ম জেলা জজ তৃতীয় আদালতের বিচারক নুশরাত জাহান এ আদেশ দেন। মামলার বাদী ও আইনজীবী গতকাল বুধবার এ আদেশের কপি পান। মামলার বিবাদীগণ হাজির হয়ে শোকজের জবাব না দেয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানান বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার আফরোজা আকতার।
তিনি আজাদীকে জানান, মামলায় চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডকে বিবাদী করা হয়েছে। চট্টগ্রাম ওয়াসা ২০২১ সালে হালিশহরের ১৬৩ দশমিক ৮৫৫ একর জমিতে স্যুয়ারেজ প্রকল্পের প্রাথমিক কাজ শুরু করে। ওই জমির বিষয়ে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত সে সব জমির বেআইনি অধিগ্রহণ ও ব্যবহারের বিরুদ্ধে ২০২০ সালের ২৫ মার্চ চট্টগ্রামের একটি আদালতে প্রতিনিধিত্ব মূলক মামলা করেন ওয়াসার স্যুয়ারেজ প্রকল্প এলাকার জমির মালিক মোহাম্মদ এনামুল হক প্রকাশ সৈয়দ মুহাম্মদ এনামুল হক মুনিরী। আদালত মামলাটি গ্রহণ করেন। ঐ মামলায় গত ১৫ ফেব্রুয়ারি বাদী পক্ষে নিষেধাজ্ঞা আবেদন করা হয়। আদালত বিবাদীগণকে ১০দিনের শোকজ করেছিলেন। কিন্তু বিবাদীগণ শোকজের জবাব দেননি। গত ৪ এপ্রিল মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। আদালত শুনানি শেষে নিষেধাজ্ঞা আর্ডার দেন।
উল্লেখ্য, চট্টগ্রাম মহানগরীর পয়ঃবর্জ্য গিয়ে দূষিত হওয়া কর্ণফুলী নদীকে রক্ষা করা এবং নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষাসহ উন্নত জীবনযাত্রার বিষয়টি চিন্তা করে প্রধানমন্ত্রী স্যুয়ারেজ প্রকল্প গ্রহণের জন্য চট্টগ্রাম ওয়াসাকে নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৩ হাজার ৮০৮ কোটি টাকায় নগরীতে স্যুয়ারেজ প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম ওয়াসা। মোট তিনটি প্যাকেজে নগরীতে স্যুয়ারেজ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে তিনটি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া শেষে গত জানুয়ারিতে প্রথম প্যাকেজের কাজের জন্য ঠিকাদারের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে।
প্রথম ধাপে নগরীর হালিশহর একটি জোনে চলবে স্যুয়ারেজ নির্মাণ প্রকল্পের কাজ। যা বাস্তবায়িত হলে ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বর্জ্য শোধন হবে। হালিশহরের এই জায়গায় স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে এবং ফিকেল স্ল্যাজ শোধনাগার করার পরিকল্পনা রয়েছে চট্টগ্রাম ওয়াসার।

পূর্ববর্তী নিবন্ধবছরের পর বছর এভাবেই পড়ে আছে অকেজো গাড়িগুলো
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে প্রতিপক্ষের হামলায় আ. লীগের ৩ কর্মী আহত আটক ১