হালিশহর-পতেঙ্গা ইলেকট্রনিক্স দোকান মালিক কল্যাণ সমিতির এক আলোচনা সভা সোমবার বন্দরটিলাস্থ সমিতির কার্যালয়ে উপদেষ্টাদের সাথে অনুষ্ঠিত হয়। সমিতির কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির আহবায়ক জামাল হোসেন। সমিতির সদস্য সচিব হাসান ইমাম মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মো. সাইফুল্লাহ, মো. সহিদ, মো. কাশেম এবং মো. আল আমিন।
আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো. লোকমান হোসেন ও শাহজাহান সহ সমিতির সদস্যবৃন্দ।