হালিশহর থেকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৬:৪৫ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানাধীন মধ্যম হালিশহর এলাকা থেকে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. রাসেল। তিনি সন্দ্বীপের হারামিয়া এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার রাতে মধ্যম হালিশহরের মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ২৭ সেপ্টেম্বর নগরীর ডবলমুরিং থানায় এক তরুণী রাসেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ভিকটিম তরুণী নিজেও একই এলাকার বাসিন্দা। গত ৫ বছর আগে তার সাথে এক যুবকের বিয়ে হয়। তাদের ঘরে একটি কন্যা সন্তানও জন্ম নেয়। কিন্তু বনিবনা না হওয়ায় তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এরমধ্যে গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেলের সাথে তরুণীর পরিচয় হয়। একপর্যায়ে রাসেল বিভিন্ন জায়গায় দেখা করার জন্য তরুণীকে প্রলোভন দেখাতে থাকেন।

এজাহারে আরো বলা হয়, এরমধ্যে গত ২৬ সেপ্টেম্বর তরুণী তার বড় বোনকে ডাক্তার দেখানোর জন্য নগরীতে আসেন এবং আগ্রাবাদ এলাকার একটি হোটেলে উঠেন। বিষয়টি রাসেলও জানতেন। এরই ধারাবাহিকতায় রাসেলও উক্ত হোটেলে গিয়েছিলেন। ওষুধ আনতে তরুণীর বড় বোন যখন হোটেল কক্ষ থেকে বের হলেন তখন রাসেল তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং একপর্যায়ে পালিয়ে যান।

র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পুলশ সুপার এ আর এম মোজাফ্‌ফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডবলমুরিং থানার ধর্ষণ মামলার আসামি মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ থানা পুলিশ গ্রহণ করবে।

পূর্ববর্তী নিবন্ধসীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
পরবর্তী নিবন্ধকাগতিয়া দরবারে ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল কাল