নগরীর হালিশহর থানা থেকে গত বছরের ৫ আগস্ট লুট হওয়া একটি বিদেশি অস্ত্র লক্ষ্মীপুর জেলা সদর থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার সুমন হোসেন নামের এক ব্যক্তির বাড়ির মাটির নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার ঢাকার শেরেবাংলা এলাকা থেকে সুমন হোসেনকে গ্রেপ্তার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে সুমন জানিয়েছেন– গত ৫ আগস্ট নগরীর হালিশহর থানা থেকে তিনি অস্ত্রটি লুট করেছিলেন। মূলত তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলা সদরে অস্ত্র উদ্ধারের অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, নগরীর বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের মধ্য থেকে একটি অস্ত্র সুমনের কাছে রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার ঢাকার শেরেবাংলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে সুমনকে গ্রেপ্তার করা হয়। এসময় তিনি জানান, তার কাছে একটি অস্ত্র ও একটি ম্যাগাজিন রয়েছে। এরই ভিত্তিতে সুমনের স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলা সদরে গত শুক্রবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বাড়ির মাটির নিচ থেকে পলিথিন মোড়ানো অবস্থায় উক্ত অস্ত্র ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ দৈনিক আজাদীকে বলেন, এ ঘটনায় সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।












