হালিশহর চকপেন্সিল ইংলিশ স্কুলে গল্প আহরণ প্রতিযোগিতা

| রবিবার , ৪ মে, ২০২৫ at ৬:৫৫ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় গত ৩০ এপ্রিল নগরীর হালিশহর নয়াবাজার মোহনা আবাসিক এলাকায় চকপেন্সিল ইংলিশ স্কুলের ২য় ও ৩য় শ্রেণিতে গল্প আহরণ প্রতিযোগিতার ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়। স্কুলের হেড অব অ্যাডমিন শাকিল হোসেনের পৃষ্ঠপোষকতায় এবং প্রিন্সিপাল শাহেদ আরা ফারিয়ার তত্ত্বাবধানে প্রতিযোগিতায় বিচারক ছিলেন সিনিয়র শিক্ষক আশরাফুন নেছা।

বিকাশ শিশুদের গল্পের ঝুলি (বেগুনী বই) থেকে ‘পণ্ডিত বীরবল’ গল্পটি প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়। শিক্ষার্থীদেরকে গোলাপ দল ও শাপলা দলে ভাগ করে গল্পটি পাঠ করে শোনান শিক্ষক ফারিন আহমেদ। দুইবার গল্পের পাঠ শোনার পর শিক্ষার্থীরা স্মৃতি থেকে বলে। এই পর্বে অংশগ্রহণ করে মাজহারুল ইসলাম, মায়ামিন, আয়াশ, মাইসূরা, আহিল আলম ও লাবিবা।

প্রতিযোগিতায় মাজহারুল ইসলাম ১ম স্থান অধিকার করে। প্রতিযোগিতায় প্রত্যক্ষ অংশগ্রহণকারী ৬ জন শিক্ষার্থীকে মঞ্চে ডেকে অভিনন্দন জানানো হয়। গল্পটি সাতদিনের মধ্যে লিখে শ্রেণি শিক্ষকের কাছে জমা দেওয়ার জন্য বলা হয়। এতে সঞ্চালক ছিলেন আহরণের শিক্ষক উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফের কমলো স্বর্ণের দাম, ভরি ১৬৮৯৭৬ টাকা
পরবর্তী নিবন্ধটিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন স্মার্টকার্ড দেয়া হবে : খাদ্য উপদেষ্টা