আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় নগরীর হালিশহর চকপেনসিল ইংলিশ স্কুলের ২য় ও ৩য় শ্রেণিতে গত ১৬ জুলাই গল্প আহরণ প্রতিযোগিতার ৫ম অধিবেশন অনুষ্ঠিত হয়। স্কুলটির হেড অব এডমিন শাকিল হোসেনের পৃষ্ঠপোষকতায় এবং প্রিন্সিপাল শাহেদ আরা ফারিয়ার তত্ত্বাবধানে প্রতিযোগিতার বিচারক ছিলেন সিনিয়র শিক্ষক আশরাফুন নেছা।
শুরুতে শিক্ষার্থীদের শাপলা ও গোলাপ দলে ভাগ করা হয়। চলন্তিকা বইঘর থেকে প্রকাশিত যাদুর কুড়াল বই থেকে ‘সততার পুরস্কার’ গল্পটি শিক্ষার্থীদের দুইবার পাঠ করে শোনানো হয়। এরপর স্মৃতি থেকে বলার প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থী মায়ামিন নায়রা, সাইফান মাহমুদ চৌধুরী, মানজিল মুনতাহা লাবিবা, মাজহারুল ইসলাম রাফি, মাইসূরা মাহাবাত, তাহানাফ, জান্নাতুন নাঈম তৃপ্তি ও মো. মাহাবীর আইধ।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মাজহারুল ইসলাম রাফি। দলগতভাবে শাপলা দলকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৮ জন শিক্ষার্থীকে মঞ্চে ডেকে মেধা অন্বেষণ উদ্যোগের আওতায় গল্পের প্যাকেট প্রদান করা হয়। প্রতিযোগিতায় সঞ্চালক ছিলেন আহরণ উদ্যোক্তা শিক্ষক চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।