হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে গত ২৩ জুলাই অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ণিল বিভাবরী’। অনুষ্ঠানে কলেজের প্রায় চারশত শিক্ষার্থী বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে কলেজের অধ্যক্ষের উদ্বোধনী বক্তব্যের পর ২০২৪ শিক্ষাবর্ষের কৃতী শিক্ষার্থী, শিক্ষক–কর্মকর্তা–কর্মচারীদের পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্য, সংগীত, নাটক, কবিতা আবৃত্তি, এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে দর্শকদের মনোমুগ্ধকর মুহূর্ত উপহার দেয়। বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আ ফ মো. আতিকুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ এবং অভিভাবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।