হালদায় ৩ ইঞ্জিনচালিত নৌকা জব্দ

উপজেলা প্রশাসনের অভিযান

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৭ ডিসেম্বর, ২০২১ at ৯:১৭ অপরাহ্ণ

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, জোয়ার-ভাটার নদী, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে উপজেলা প্রশাসন।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাশ মুন্সিরহাট এলাকা হতে শুরু করে মেখল ইউনিয়নের সত্তারঘাট এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হালদায় অভিযান চালিয়ে হালদা নদীর সত্তারঘাট বালুরটাল এলাকা হতে ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। নৌকাগুলো অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন কাজে ব্যবহৃত হয়ে আসছে। আটককৃত ইঞ্জিন জব্দ করে উপজেলা প্রশাসনের জিম্মায় নিয়ে আসা হয়েছে এবং নৌকাগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বারের জিম্মায় দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাশ মুন্সিরহাট এলাকা হতে শুরু করে মেখল ইউনিয়নের সত্তারঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা। হালদায় নিয়মিত অভিযানের মাধ্যমে মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ার চুনতিতে সমর্থকদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ আহত ১৭
পরবর্তী নিবন্ধআইস ফ্যাক্টরি রোডে গুদামের দেয়াল ধসে নিহত ১