হালদায় বালুভর্তি ড্রেজার জব্দ, লাখ টাকা জরিমানা

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৮:০৭ পূর্বাহ্ণ

হালদা নদীর মদুনাঘাট ব্রিজের কিনারা থেকে বালুভর্তি একটি ইঞ্জিনচালিত ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে জড়িত থাকার দায়ে তিনজনকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলার সহকারী হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। জানা যায়, গত কিছুদিন ধরে মদুনাঘাট ব্রিজের কিনারায় বালুবাহী বড় বড় যান্ত্রিক নৌযানের উৎপাত বেড়েই চলেছে। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযানে নেমে সংবাদের সত্যতা পায়। এ সময় তারা বালুভর্তি একটি ড্রেজার জব্দ করে হালদার নৌপুলিশের হেফাজতে দেয়। একই সাথে জড়িত তিনজন কালুরঘাটের বাসিন্দা ইব্রাহীম, হান্নান, সবুজকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন নৌপুলিশ দল ও হালদা ডিম সংগ্রহকারী সমিতির সভাপতি শফিউল আলম।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে চোলাই মদসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বিএনপির গণমিছিল