হালদা নদীর রুই জাতীয় মাছের ডিম ও রেনু পোনার পরিমাণ নির্ধারণকল্পে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের গঠিত কমিটির সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের ড. জোয়ারদার ফারুক আহমদ, মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক এস এম মহিব উল্লাহ, উপ- পরিচালক (ফিল্ড সার্ভিস) মমিনুল হক, হালদা পাড়ের উপজেলা মৎস্য কর্মকর্তাবৃন্দ।