হালদায় অভিযানে ৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ

| বৃহস্পতিবার , ৪ মে, ২০২৩ at ১:১৬ অপরাহ্ণ

হালদা নদীর প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে অভিযান পরিচালনা করে ৩ হাজার মিটার ঘেরা জাল, একটি নৌকা ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) ভোর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, অভিযানে হালদা নদীর হাটহাজারীর অংশের উত্তর মাদার্শা, গড়দুয়ারা, ছিপাতলী, নাঙ্গলমোড়া, গুমানমর্দ্দন ও ধলই ইউনিয়ন থেকে ৬টি ঘেরা জাল জব্দ করা হয় যার আনুমানিক দৈর্ঘ্য ৩ হাজার মিটার। এছাড়া রাউজান ও ফটিকছড়ি অংশ থেকেও জাল, নৌকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়।

অভিযানে সহযোগিতা করেন গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, আইডিএফ মৎস্য কর্মকর্তা ফয়েজ রাব্বানী ও উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীরা।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, হালদা নদীতে ডিম সংগ্রহের মৌসুমে মা মাছ সুরক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের নির্দেশনায় নিয়মিত মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। মা মাছ সুরক্ষিত থাকলে ডিম তথা রেণু উৎপাদনের পরিমাণ বাড়বে।

পূর্ববর্তী নিবন্ধনিষিদ্ধ মেসি, পিএসজির ক্যারিয়ার শেষের পথে
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে আগুনে ২৫ দোকান পুড়ে ছাই