হালদায় অভিযানে ১০ হাজার মিটার ঘেরা জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৩০ এপ্রিল, ২০২১ at ৭:৪৮ অপরাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদায় ডিম ছাড়ার মৌসুম চলছে।
মা মাছ ডিম ছাড়তে হালদায় বিচরণ শুরু করেছে। মাছের আনাগোনা দেখে মাছ শিকারীরাও তৎপর হয়ে উঠেছে।
এজন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
আজ শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার সাত্তারঘাট থেকে নাজিরহাট পর্যন্ত নদীতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১০ হাজার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করা হয়।
ইউএনও মোহাম্মদ রুহুল আমিন জানান, মা মাছ রক্ষায় হালদায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শুক্রবার দুপুর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সাত্তারঘাট থেকে নাজিরহাট পর্যন্ত নদীতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১০ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে তাকে সহযোগিতা করেন আইডিএফ সদস্য, আনসার সদস্য ও সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে গা ঢাকা দিয়েছে মামলার আসামিরা
পরবর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মৎস্য আহরণ নিষিদ্ধ