হালদা নদীতে অভিযান পরিচালনা করে ২ হাজার ৮শ মিটার ঘেরা জাল জব্দ করেছেন উপজেলা প্রশাসন। গত রবিবার সন্ধ্যা ৭টা হতে মধ্যরাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ শাহিদুল আলম। ইউএনও বলেন, হালদা নদীর রাউজান সীমান্তের গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকা হতে ২টি, নাপিতের ঘাট ১টি, আমতুয়া ১টি, ছিপাতলী অংশের আলমেরকুম নামক স্থান থেকে ১টিসহ মোট ৫টি ঘেরা জাল উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৮শ মিটার। অভিযানে অংশগ্রহণ করেন ছিপাতলী ইউনিয়ন পরিষদ সদস্য মো. মাহাবুবুল আলম মানিক, জুনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক রৌশনগীর। তিনি আরো বলেন, হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত কঠোর অভিযান চলবে। তিনি সংশ্লিষ্ট সবাইকে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানান।