হালদা নদীতে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার নদীর উত্তর মাদার্শা থেকে নৌকাটি জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বলেন, হালদা নদীর নয়াহাট থেকে হালদারমুখ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময উত্তর মাদার্শা এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে ওয়ার্ড মেম্বারকে জিম্মায় দেওয়া হয়। হালদা নদীর মাছ ও জীব বৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।