হালদা নদীতে গত বুধবার অভিযান পরিচালনা করে ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।
হালদা নদীর অস্থায়ী ক্যাম্পের নৌপুলিশের এ এস আই মো. রমজান আলী জানান, গত বুধবার তিনি সংগীয় ফোর্স নিয়ে নদীর সত্তারঘাট থেকে অভিযান পরিচালনা করে হাটহাজারী ও রাউজান অংশ থেকে ৩ হাজার মিটার জাল জব্দ করেন। পরে উদ্ধারকৃত জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। রাউজান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি হালদা নদীর জীব বৈচিত্র্য ও মাছ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান।