টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে হাটহাজারী উপজেলার নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় হালদার তীররক্ষা বাঁধ ভেঙে গেছে। ভেঙে যাওয়া বাঁধের অংশ দিয়ে হু হু করে পানি ঢুকছে। এ কারণে গতকাল রাত ১০ টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত শতাধিক ঘরবাড়ি ডুবে গেছে। রাত ১২টার দিকে স্থানীয়রা মসজিদ থেকে মাইকিং করে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছিলেন
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ১৫ ফুটের মতো বাঁধ ভেঙে পানি দ্রুতগতিতে লোকালয়ে ঢুকে পড়ছে। এতে অনেক বাড়িঘর তলিয়ে গেছে। হালদার বাঁধ ভেঙে যাওয়ায় পানি হাটহাজারীর ফাহাদবাদের দিকে যাচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, রাতের মধ্যে পানিতে তলিয়ে যেতে পারে ফরহাদাবাদের ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড। ইতিমধ্যে ফরহাদাবাদ উচ্চবিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে।
পানি প্রবেশের বিষয়টি নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সোহাগ তালুকদার বলেন, ‘হালদার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙা অংশে জিও ব্যাগ ফেলে পানি প্রবেশ বন্ধের চেষ্টা চালানো হচ্ছে।’