হালদায় ফের মৃত ডলফিন

২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৪৫টি মৃত ডলফিন পাওয়া যায়

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৫২ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে গতকাল বুধবার ফের মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। এর আগে ৫ ফেব্রুয়ারি নদীর সিপাহির ঘাট এলাকা থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল। এক সপ্তাহের মধ্যে পুনরায় এই ডলফিনটি উদ্ধার করা হয়। দুপুর দেড়টা নাগাদ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া খালে ভেসে যাওয়ার সময় মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। স্থানীয় পাহারাদার রওশনগীরের কাছে খবর পেয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশের সদস্যরা সেখানে গিয়ে বিভিন্ন তথ্যউপাত্ত সংগ্রহ করেন ও মৃত্যুর কারণ সম্পর্কে অনুসন্ধান করেন। মৃত ডলফিনটির দৈর্ঘ্য পায় ৫ ফুট ও প্রস্থ ২৭ ইঞ্চি। ওজন প্রায় ১৫ কেজি। উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, এটি ৪৫তম মৃত ডলফিন। ধারণা করা হচ্ছে, কর্ণফুলী নদীর মোহনার দিকে কোথাও ডলফিনটি মারা যেতে পারে। জোয়ারে এটি ভেসে আসে। আরও পর্যালোচনা ও অনুসন্ধান করে প্রকৃত কারণ জানা যাবে। পচন শুরু হওয়ায় ডলফিনটিকে মাটি চাপা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক মনজুরুল কিবরিয়া তথ্যমতে, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত হালদা নদীতে ১৮টি মৃত ডলফিন পাওয়া গেছে। ২০১৮ সালের মার্চ থেকে ২০২০ সালের মধ্যে আরও ১০টি পাওয়া গেছে, ২০২১ সালে পাঁচটি এবং ২০২২ সালে ছয়টি এবং ২০২৪ সালে চারটি মৃত ডলফিন পাওয়া যায়। ২০২৫ সালে প্রথম মৃত ডলফিন পাওয়া গেল। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত হালদা নদীতে মোট ৪৫টি মৃত ডলফিন পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে আ. লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩