হালদায় অভিযানে দুই হাজার মিটার জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৬:৩৭ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে দুই হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের মূল্য প্রায় ৬০ হাজার টাকা। গতকাল বৃহস্পতিবার রামদাস মুন্সিহাট থেকে পেস্কারহাট ও কর্ণফুলীর মোহনা পর্যন্ত হালদা নদীর অস্থায়ী নৌপুলিশ ও উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, আইন অমান্য করে নদী থেকে মাছ শিকার করার অপরাধে একজনকে আটক করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাউজান হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী নিবন্ধকমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোর নির্বাহী কমিটির সভা
পরবর্তী নিবন্ধনারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাঙামাটিতে মানববন্ধন