হালদা নদীতে অভিযান চালিয়ে ২৭৪ মিটার অবৈধ কারেন্ট জাল ও বড়শি জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। গতকাল বৃহস্পতিবার সকালে ভূজপুর ইউপির রাবার ড্যাম সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলামের নেতৃত্বে হালদা নদীর ভূজপুর ইউনিয়নের রাবার ড্যাম সংলগ্ন এলাকায়সহ বিভিন্ন অংশে অভিযান পরিচালনাকালে ২৭৪ মিটার দুইটি নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮ টি বড়শি জব্দ করা হয়।
পরে জব্দকৃত এসব মালামাল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরীর নির্দেশে ধ্বংস করা হয়।