হালদা থেকে ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:২২ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত নদীর বিভিন্ন অংশে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান জানান, গত বৃহস্পতিবার গড়দুয়ারা ইউনিয়নের বিভিন্ন অংশ, বুড়িশ্চর, মোহরা এবং রাউজানের সীমান্ত অংশে পরিচালিত অভিযানে প্রায় ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। নদীর মাছ ও জীব বৈচিত্র্য রক্ষার জন্য এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি গণমাধ্যমকে জানান।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া হক মনজিলে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধগোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সভা