হালদা থেকে মৃত ডলফিন উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২১ at ৪:৩২ অপরাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিত মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে আজ বৃহস্পতিবার নৌ পুলিশ একটি মৃত ডলফিন সহ ৫ হাজার মিটার জাল উদ্ধার করেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত নৌ পুলিশের টহলদল মদুনাঘাট থেকে নাজিরহাট পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করে।

এসময় দক্ষিণ মাদার্শার মদুনাঘাটস্থ বড়ুয়া পাড়া এলাকায় মাছের জন্য পাঁতানো ঘেরা জালে আটকানো ৫ ফুট দৈর্ঘ্য ও ২০ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নৌ পুলিশের ওসি মিজান রহমান খাঁন। ডলফিন উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। তিনি জানান, মৃত ডলফিনটিকে চবি গবেষণাগারে পাঠানো হয়েছে। হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, উদ্ধারকৃত ডলফিনের শরীরে পঁচন ধরায় মাটি চাপা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১৪নং লালখান বাজার ওয়ার্ড যুবলীগের দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ
পরবর্তী নিবন্ধনানা কর্মসূচিতে কমার্স কলেজ ছাত্রলীগের প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন