প্রান্তিক চাষি ও অনগ্রসর জনগোষ্ঠীর মৎস্য সম্পদ উন্নয়নে অবদান রাখায় প্রান্তিক চাষি ও অনগ্রসর জনগোষ্ঠীর মৎস্য সম্পদ উন্নয়ন ক্যাটাগরিতে জাতীয় মৎস্য পদক ২০২৫ লাভ করেছেন হালদা নদীর ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর।
গতকাল সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার হাতে পদক ও সনদ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড.আবদুর রউফ।
এদিকে জাতীয় মৎস্য পদক লাভ করায় কামাল উদ্দিন সওদাগরকে অভিনন্দন জানিয়েছেন হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি চরি কো অর্ডিনেটর অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া, হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন, নদী পরিব্রাজক দল চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এস এম খোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক, হালদা ডিম সংগ্রহকারী সমবায় সমিতি।