হালদা এলাকায় বালুবোঝাই ট্রাক জব্দ, অর্থদণ্ড

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৬ ডিসেম্বর, ২০২২ at ৯:০১ পূর্বাহ্ণ

হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট ব্রীজ সংলগ্ন এলাকা থেকে গতকাল রোববার একটি অবৈধ বালুবোঝাই গাড়ি আটক করা হয়েছে। আটককৃত মো.রাসেল (২২) ফটিকছড়ি সুয়াবিলের আবুল বশরের পুত্র। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃত রাসেল জানায়, তারা হালদা নদীর শাখা খাল ও পাহাড়ি ছড়া থেকে বালু উত্তোলন করে, তবে তাদের বালু তোলার কোন অনুমোদন নেই।উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে ফরহাদাবাদ ইউনিয়নের হালদা নদী সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। বালুবোঝাই গাড়িটি পালাতে চাইলে ধাওয়া করে আটক করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কে বালু উত্তোলন বন্ধে নিয়মিত মনিটরিংয়ের জন্য বলা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে হালদার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। সবাইকে উপজেলা প্রশাসনকে সহযোগিতার জন্য তিনি অনুরোধ জানান ।

পূর্ববর্তী নিবন্ধপথ হারানো তারুণ্য ও জীবনের জয়গানের গল্প
পরবর্তী নিবন্ধহোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলার বিজ্ঞান সেমিনার