নগরীর প্রবর্তক মোড় এলাকার চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গতকাল সোমবার রোগীদের বিনামূল্যে বিভিন্ন হৃদরোগের পরীক্ষা করা হয়। এছাড়া পরে আলোচনা সভা সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি মো. আবদুস সালাম, সহ–সভাপতি এস এম আবু তৈয়ব, যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. মো. আবু তারেক ইকবাল, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন চৌধুরী, পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি। সেমিনারে বক্তরা বলেন, হার্টঅ্যাটাক থেকে মুক্তি পেতে হলে মাংস চর্বি জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে এবং লবণ কম খেতে হবে। সবাইকে সচেতন হতে হবে। সেমিনারে আরো উপস্থিত ছিলেন হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য কামাল উদ্দিন, খন্দকার বেলায়েত হোসেন, ডা. এ এইচ এম ইসহাক চৌধুরী, মো. জসিম উদ্দিন চৌধুরী, আবুল কালাম শামসুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












