হারের সঙ্গে শাস্তিও পেলো ভারত

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৬ জুলাই, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

এমনিতেই ইংল্যান্ডের কাছে হেরে পর্যদুস্ত ভারতীয় দল। ম্যাচশেষে আবার তাদের শুনতে হলো আরও বড় দুঃসংবাদ। এজবাস্টন টেস্টে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতীয় দলকে। সেইসঙ্গে কেটে নেওয়া হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি মূল্যবান পয়েন্ট।

নির্ধারিত সময়ে দুই ওভার পিছিয়ে ছিল ভারত। তাই আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুন আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদের ক্ষমতাবলে এই শাস্তি আরোপ করেছেন। এছাড়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বিধিতে অনুচ্ছেদ ১৬.১১.২ অনুযায়ী, প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য একটি করে পয়েন্ট কাটা যাবে। সেই হিসেবে ভারতের দুই ওভারে দুটি পয়েন্ট কাটা গেছে।

ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রিত বুমরাহ দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন, তাই নতুন করে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। এদিকে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই পয়েন্ট হারানোয় সুবিধা হয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। শতকরা হিসেবে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে পাকিস্তান, ভারত নেমে গেছে চার নম্বরে।

পূর্ববর্তী নিবন্ধনতুন রেকর্ড গড়ে ভারতকে হারালো ইংল্যান্ড
পরবর্তী নিবন্ধওপিএ, সাউথ এন্ড, ফ্রেন্ডস ও কোয়ালিটি সেমিতে