হারে মেসির দায় দেখেন না ইব্রাহিমোভিচ সুয়ারেসদের কিছু মূর্তির সঙ্গে তুলনা করলেন

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৫:৪৪ পূর্বাহ্ণ

পিএসজিইন্টার মায়ামি লড়াইয়ের সূচি চূড়ান্ত হতেই বেশ জোরেশোরে আলোচনায় উঠে আসে, পিএসজির জার্সিতে লিওনেল মেসির ‘তিক্ত অতীত।’ সেই ক্ষোভের আগুনে তার জ্বলে ওঠার আশায় ছিলেন মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। বাস্তবে সেসবের কিছুই হয়নি। মাঠের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ক্লাবটি পাত্তাই পায়নি। মেসিও পারেননি আহামরি কিছু করতে। সুইডিশ তারকা জ্‌লাতান ইব্রাহিমোভিচ অবশ্য এতে আর্জেন্টাইন তারকার কোনো দায় দেখছেন না। আটলান্টায় রোববার রাতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটিতে শুরু থেকে মায়ামির ওপর যেভাবে আধিপত্য বিস্তার করে পিএসজি, প্রায় পুরোটা সময়েই তা বজায় থাকে। প্রথমার্ধেই ৪ গোল খেয়ে কোণঠাসা হয়ে পড়া এমএলএস দলটি বিরতির পর পাল্টা আক্রমণের চেষ্টা করলেও তেমন কিছু করতে পারেনি। দলটি আর কোনো গোল না হজম করলেও তাদেরকে ৪০ ব্যবধানে বিধ্বস্ত করে কোয়ার্টারফাইনালে ওঠে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি। অথচ ম্যাচের আগে মেসিসুয়ারেসে গড়া মায়ামির আক্রমণভাগ নিয়ে বেশ আলোচনা হয়। এছাড়া তাদের মাঝমাঠে সার্জিও বুসকেতস ও রক্ষণে জর্দি আলবাদের মতো পরীক্ষিত ও সফল ফুটবলারদের উপস্থিতিতে রোমাঞ্চকর এক লড়াইয়ের আশায় ছিল ফুটবলপ্রেমীরা। বাস্তবে তার ছিটেফোঁটাও দেখা যায়নি।

মায়ামির এমন বাজে পারফরম্যান্সের জন্য অবশ্য মেসিকে দায় দিতে নারাজ ইব্রাহিমোভিচ। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত বার্সেলোনায় মেসির সঙ্গে খেলা এই সুইডিশ গ্রেটের বিশ্বাস, সঠিক দল পেলে তার সাবেক সতীর্থ এখনও মাঠে যেকোনো কিছু করতে পারেন। লিও মেসি হারেনি, ইন্টার মায়ামি হেরেছে। মেসি যেন কিছু মুর্তির সঙ্গে খেলছিল। সতীর্থদের সঙ্গে নয়। তার চারিদিকে এমন সব খেলোয়াড়, যেন মাঠে তারা সিমেন্টের বস্তা বহন করছিল। সে যদি সত্যিকারের কোনো দলে থাকত, কোনো বড় দলে, তাহলে সত্যিকারের সিংহের দেখা মিলত। মেসি ফুটবল খেলে, কারণ সে খেলাটা ভালোবাসে। সে এখনও সেইসব করতে পারে যা ৯৯ শতাংশ খেলোয়াড় পারে না। এবার প্রথমবারের মতো হচ্ছে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি ইন্টার মায়ামি। আসরে একটি গোল করে দলকে নকআউট পর্বে তুলতে সাহায্য করেন রেকর্ড আটবারের ব্যালন ডিঅ’র জয়ী মেসি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসী ফুটবলারদের ট্রায়ালে দুয়োধ্বনি শুনতে হলো বাংলাদেশ কোচ ক্যাবরেরাকে
পরবর্তী নিবন্ধজেলা ক্রীড়া অফিসের অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ