হারুয়ালছড়িতে ধর্মসভা

| বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৭:৪১ পূর্বাহ্ণ

ফটিকছড়ির হারুয়ালছড়ি জোতিশ্বরানন্দ কেন্দ্রীয় গীতা মন্দিরের বিশ্ব শান্তি গীতাযজ্ঞ ও ধর্মসভা সমপ্রতি রনজিত কুমার শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে চণ্ডীপাঠ করেন পরমানন্দ গিরি মহারাজ। এতে প্রধান অতিথি ছিলেন হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন অ্যাড. তরুণ কিশোর দেব, বুলবুল দে, অ্যাড. মিহির দে, ভুজপুর থানার এসআই সুমন চন্দ্র দাশ, লিংকন চক্রবর্তী, কেশব দে, বাবুল দে, মাস্টার বাবলা দে, ডা. ছোটন দে, সন্তোষ শীল, প্রকাশ আচার্য, সুজন দে, যীশু চন্দ্র দে, নিলু দে, চিত্তরঞ্জন শীল, সুমন শীল, ডা. বরুণ কুমার আচার্য বলাই, সবুজ শর্মা, প্রভাত শীল, কাজল শীল, রনি, জয়, বিজয়, নিউটন, অপু দে, আশীষ শীল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ডা. বিকাশ শীল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকথামালা-আবৃত্তিতে চট্টগ্রাম গণহত্যা দিবসে শহীদদের স্মরণ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ১০৫ লিটার বাংলা মদ সহ আটক ১