চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে হারানো ছয়টি মোবাইল ফোন উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গত ৪ নভেম্বর এসব ফোন উদ্ধার করা হয়। পরে প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করা হয়। ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন চট্টগ্রামের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত বছরের ডিসেম্বর থেকে ৯ এপিবিএন, চট্টগ্রাম হারানো মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, অনলাইন প্রতারণা সাইবার অপরাধ, মানব পাচার বিরোধী অভিযান শুরু করে অদ্যবদি সুনামের সহিত কাজ করে আসছে। ভবিষ্যতেও ৯ এপিবিএন’র সাইবার অপরাধ, জঙ্গী দমন ও মানব পাচার অভিযান অব্যাহত থাকবে।