হারাধন চৌধুরীর খুনীদের ছাড় দেয়া হবে না

প্রতিবাদ সমাবেশে মোছলেম উদ্দিন

আজাদী প্রতিবেদন | রবিবার , ২১ আগস্ট, ২০২২ at ৫:৩১ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে নিহত সাবেক ইউপি মেম্বার হারাধন চৌধুরীর হত্যাকাণ্ডের প্রতিবাদে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীন আহমদ বলেছেন, হত্যা, গুম, চাঁদাবাজি, হুন্ডি ব্যবসায়ী ইত্যাদি দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে আহল্লা করলডেঙ্গার নিরীহ সাধারণ মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে একটি বাহিনী। এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হারাধন চৌধুরী প্রাণ দিয়েছেন। হত্যাকারীদের কোনোভাবে ছাড় দেয়া হবে, দ্রুত আইনের আওতায় আনা হবে।
গতকাল শনিবার বিকেল ৩টায় আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের উত্তর করলডেঙ্গা নতুন বাজার দুর্গাবাড়ী প্রাঙ্গণে সাবেক ইউপি মেম্বার হারাধন চৌধুরীর হত্যাকাণ্ডের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল মনসুর বাবুল। সাধারণ সম্পাদক আবদুল্লাহ হারুন বিন রিপনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, ত্রাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, বোয়ালখালী পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, চেয়ারম্যান কাজল দে, শফিউল আজম শেফু ও শামসুল আলম, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, এম এ ঈছা, সাবেক চেয়ারম্যান দিদারুল আলম, রিদুয়ানুল হক টিপু, শফিউল আলম, এস এম জাকারিয়া, শেখ শহিদুল আলম, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, মঞ্জুর রাশেদ, মাহমুদ করিম, মামুন কবির, কুমকুম দাশ, মো. ওয়াশিম, সাইফুদ্দিন, সরোয়ার আলম, সাইদুল আলম, শাহ আলম বাবলু, সাইফুদ্দিন খালেক, মোয়াজ্জেম হোসেন বাদল, ইকবাল হোসেন তালুকদার, মিজানুর রহমান সেলিম, সায়েম কবির, মোকতেয়ার আহম্মদ মিন্টু, রাসেল তালুকদার, মহিলা নেত্রী নাসরিন আকতার, তানসি সেন, জেসমিন আকতার জেসমিন, হারাধন চৌধুরীর সন্তান সাজু চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরোটারী ক্লাব অব চিটাগাং হেরিটেজের অফিসিয়াল ক্লাব ভিজিট
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগংয়ের নতুন কমিটির দায়িত্বগ্রহণ