হার দিয়ে আবুধাবী টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট শুরু করল বাংলা টাইগার্স। স্বাগতিক টিম আবুধাবীর কাছে টাইগাররা হেরেছে ৪০ রানে। গেইল-স্টার্লিং এর ঝড়ো ব্যাটিংয়ের পর মার্চেন্ট ডি লেঙ্গির আগুন ঝরানো বোলিং স্বাগতিকদের জয় নিশ্চিত করে। বল হাতে ব্যর্থ বাংলা টাইগার্সের বোলারদের পর ব্যাটসম্যানরাও যোগ দেন ব্যর্থতার মিছিলে। ফলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করতে হলো টাইগারদের। দলের তারকা ক্রিকেটাররা হতাশ করেছে চরমভাবে। অপরদিকে টিম আবুধাবী চরম পেশাদারিত্বের পরিচয় দিয়ে দেড়শর কাছাকাছি রান করার পর দুর্দান্ত বোলিং দিয়ে ম্যাচ জিতে নেয়। দারুণভাবে টুর্নামেন্ট শুরু করে স্বাগতিকরা।
আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রনণ জানিয়েছিল বাংলা টাইগার্স অধিনায়ক। কিন্তু ফাফ ডু প্লেসিসের বোলাররা তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেনি। টিম আবুধাবীর দুই ওপেনার দ্রুত বিচ্ছিন্ন হলেও পল স্টার্লিং এবং ক্রিস গেইল মিলে বাংলা টাইগার্সের বোলারদের কচু কাটা করতে থাকে। বিশেষ করে সাবির রাও এবং কাইস আহমেদের দুই ওভারে ৬০ রান নেন স্টার্লিং এবং গেইল। মূলত ঐ দুই ওভারেই ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলা টাইগার্স। শেষ পর্যন্ত ১০ ওভারে ১৪৫ রান করে টিম আবুধাবী। স্টার্লিং ২৩ বলে করে ৫৯ রান। যেখানে তিনি ৬টি চারের পাশাপাশি ৫টি ছক্কা মেরেছেন। তবে ভাগ্য খারাপ ক্রিস গেইলের। এক রানের জন্য তিনি হাফ সেঞ্চুরি তুলে নিতে পারেননি। ২৩ বলে ২টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে ৪৯ রান করে অপরাজিত থাকেন গেইল। আর তাতেই টিম আবুধাবীর স্কোর গিয়ে দাঁড়ায় ১৪৫ রানে। বাংলা টাইগার্সের পক্ষে একটি করে উইকেট নেন ফকনার, উদানা এবং হাওয়েল। ১৪৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই পাল্টা জবাব দেওয়া শুরু করেছিলেন আন্দ্রে ফ্লেচার। কিন্তু দ্বিতীয় ওভার থেকেই পাল্টে যেতে থাকে পরিস্থিতি। সে ওভারের দ্বিতীয় বলেই ফাফ ডু প্লেসিসকে ফেরান মার্চেন্ট ডি লেঙ্গি। রানের খাতা খুলতে পারেনি ডু প্লেসিস। একই ওভারের শেষ বলে লেঙ্গি ফেরান আন্দ্রে ফ্লেচারকে। ৮ বলে ৩টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ২৪ রান করে ফিরেন ফ্লেচার। পরের ওভারে জনসন চার্লসকে ফেরান লিভিংস্টোন। চতুর্থ ওভারে ওভারটনের শিকার হয়ে ফিরেন উইল জেক। হযরতুল্লাহ জাজাই এবং বেনি হাওয়েল কিছুটা চেষ্টা করলেও সে চেষ্টা কোন কাজে আসেনি। ডি লেঙ্গির তোপের মুখে পড়ে একে একে সাজঘরে ফিরতে থাকে বাংলা টাইগার্সের ব্যাটসম্যানরা। দক্ষিণ আফ্রিকান এই পেসার তুলে নেন ২৩ রানে ৫ উইকেট। টি-টেন ক্রিকেটে দ্বিতীয়বারের মত কোন বোলার ৫ উইকেট নিলেন। শেষ পর্যন্ত বাংলা টাইগার্স থামে ১০৫ রানে। আর তাতেই হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলা টাইগার্সকে।