হামাস নেতা হানিয়াকে খুব কাছ থেকে মারা হয়েছিল : ইরান

| রবিবার , ৪ আগস্ট, ২০২৪ at ৭:০১ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতাকে তেহরানে তার অতিথিশালার বাইরে খুব কাছ থেকে স্বল্পপাল্লার প্রজেক্টাইল ছুড়ে হত্যা করা হয়েছে। ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) একথা জানিয়েছে। তারা জানায়, প্রজেক্টাইলটির ওজন ছিল প্রায় ৭ কেজি এবং সেটি শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়েছিল। এতেই গত বুধবার নিহত হন হানিয়া ও তার দেহরক্ষী। খবর বিডিনিউজের।

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গত মঙ্গলবার তেহরানে গিয়েছিলেন হানিয়া। যে অতিথি ভবনে তিনি অবস্থান করছিলেন, সেখানে হামলা হয়। ইরানের রেভল্যুশনারি গার্ড এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা এবং তা বাস্তবায়নের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। যুক্তরাষ্ট্র এতে সহায়তা করেছে বলেও তারা অভিযোগ করেছে। হানিয়া হত্যার বিষয়ে কোনও মন্তব্য ইসরায়েল করেনি। হানিয়াকে কাছ থেকে হত্যার যে তথ্য আইআরজিসি জানিয়েছে তা পশ্চিমা গণমাধ্যমে আসা খবরের সঙ্গে সাংঘর্ষিক, যে খবরে বলা হয়েছে, ইসরায়েলি চররা অতিথিশালায় বিস্ফোরক পেতে রেখেছিল। ইরানে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শপথ চলার মধ্যে হানিয়া খুনের ঘটনা নিরাপত্তায় দেশটির ব্যর্থতাকেই সামনে এনেছে। এতে ইরান এবং আইআরজিসি বিব্রত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধনৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ