ঢাকায় ফিরে বসুন্ধরা কিংস অ্যারেনায় গতকাল মঙ্গলবার সতীর্থদের সঙ্গে প্রথম অনুশীলন করেছেন হামজা চৌধুরী। কানাডা প্রবাসী শোমিত সোমের দলে যোগ দেওয়ার কথা বুধবার। এর পরের দিনই নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ। ভারত ম্যাচে চোখ রেখে, সতীর্থদের সাথে মানিয়ে নিতে নেপালের বিপক্ষে হামজা–শোমিতদের খেলাতে চান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। ভারতের বিপক্ষে সেরা একাদশ বাছাইয়ে এবং বেঞ্চের সবাই যেন সেরা অবস্থায় থাকতে পারে, সেটাও নিশ্চিত করতে চান বাংলাদেশ কোচ। নেপাল ম্যাচ আগে হলেও, বাংলাদেশের মূল লক্ষ্য নিশ্চিতভাবেই ভারতের বিপক্ষে ১৮ নভেম্বরের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ঘিরে। এদিন অনুশীলনে নামার আগে কাবরেরার কথায় ঘুরেফিরে আসে সেই প্রসঙ্গ। ‘আমরা ভারত ম্যাচের জন্যই প্রস্তুত হচ্ছি। তো সেরা একাদশ ও বেঞ্চের ছয় জন মিলিয়ে ১৭ জনকে আমরা যথাসম্ভব ম্যাচ টাইম দিব (নেপালের বিপক্ষে)। ভারতের বিপক্ষে জয়ের জন্য খুবই ভালোভাবে প্রস্তুতি নেওয়ার দিকে আমরা মনোযোগ দিতে চাই। অবশ্যই, ভারতকে হারানোই আমাদের লক্ষ্য। এটাই দলের ভাবনা। আমাদের পারফরম্যান্স ভালো হচ্ছে, কিন্তু এখনও কাঙ্ক্িষত তিন পয়েন্ট কোনো ম্যাচে আমরা পাইনি, যেটা খুব করে পেতে চেয়েছি। আমরা বিশ্বাস করি, ভারত ম্যাচে সেটা বদলাবে।’ সবকিছু ঠিকঠাক চলছে বলেই দাবি করেন এই স্প্যানিশ কোচ। ‘পরিকল্পনা ভালোভাবে এগোচ্ছে। আমরা পুরো দল নিয়ে একাধিক মিটিং করেছি আজ, এমনকি হামজা আসার আগেও আলোচনা হয়েছে।
আমরা কেবল (নেপালের বিপক্ষে) আগামী পরশুর ম্যাচ নিয়ে ভাবছি না, বিশেষ মনোযোগ আমাদের আছে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে। আজকের সেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হামজা আমাদের সাথে আছে, যেটা ভালো দিক। শোমিত আগামীকাল (আজ) আসবে। যখন সে ফিরবে, তখন কেমন অনুভব করে, সেটা দেখার বিষয়। প্রথমত, তাদেরকে দেখভাল করতে হবে এবং ভারতের বিপক্ষে তারা যেন সেরা অবস্থায় খেলতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। তবে আশা করি, দুজনেই খেলার সুযোগ পাবে।’ হামজা সোমবার ঢাকায় ফিরে মঙ্গলবার সকালে রবির সাথে চুক্তি সারার অনুষ্ঠানে যোগ দেন। বিকালে নামেন অনুশীলনে। হামজা আসায় বাংলাদেশ দল নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ বেড়েছে অনেক। ভারত ম্যাচের টিকেট যেমন অনলাইনে বিক্রি হয়ে গেছে মুহূর্তেই। চারদিকের এই উন্মাদনা ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন কাবরেরা।












