পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের আনারস প্র্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্র্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলামের প্র্রস্তাবকারী মমতাজুল ইসলামকে পুলিশ গ্রেপ্তারের পর জেলে পাঠিয়েছে আদালত। গত বুধবার রাত ৮ টায় পটিয়া থানা পুলিশ তাকে আটকের পর গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করে। পরে আদালতের বিচারক তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। একই দিন শফিকুল ইসলামের সমর্থক শেখ আহমদ (৫৫) ও শওকত মিয়া (২৬) আরো দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এ দুই সমর্থক জামিন পেলেও জামিন মেলেনি চেয়ারম্যানের প্র্রস্তাবকারী মমতাজের।
এদিকে নির্বাচনে পুলিশি হয়রানির অভিযোগ এনে স্বতন্ত্র প্র্রার্থী শফিকুল ইসলাম চট্টগ্রাম জেলা প্র্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি পুলিশি হয়রানি ও প্র্রতিপক্ষের হামলা ও হুমকি ধমকির কারণে এখানে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার কাশিয়াইশ ইউনিয়নের নৌকার প্র্রার্থী কাসেমের গাড়ি ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি হিসেবে উল্লিখিত ব্যক্তিদের গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।