হাফেজিয়া ও ফোরকানিয়া মাদরাসায় মনজুর আলমের ঈদবস্ত্র বিতরণ

| মঙ্গলবার , ১১ এপ্রিল, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনজুর আলম গতকাল হাফেজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছেন। এর আগে তিনি ছাত্রশিক্ষকদের সাথে নিয়ে ইফতার করেন। ইফতার পূর্ব বাদ আছর পবিত্র কোরআন খতম, দোয়া কালাম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ব দোয়া ও আলোচনায় তিনি পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন। সাবেক এ মেয়র বলেন, রমজানের প্রথম ১০ দিন আল্লাহর রহমত, দ্বিতীয় ১০ দিন মাগফেরাত এবং শেষ ১০ দিন নাজাত লাভের চেষ্টাই তিনি করে যাচ্ছেন। আল্লাহর রহমত হলে বাংলাদেশও শান্তিতে থাকবে। এম. মনজুর আলম আল্লাহর দরবারে দেশজাতি ও তাঁর পরিবার পরিজনের প্রতি রহমত প্রার্থনা করেন। প্রতিদিনের ইফতারে সাবেক মেয়র এম. মনজুর আলমের পুত্র মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলমসহ সমাজের বিভিন্ন স্তরের রোজাদার বৃন্দ অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদের শাড়ি ও লুঙ্গি হস্তান্তর
পরবর্তী নিবন্ধতুমব্রুতে ১০ হাজার ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা