হাফেজ বাদশা মিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন

| মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৮:৪৬ পূর্বাহ্ণ

হাফেজ বাদশা মিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা রাউজান আর আর এসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গত ২২ নভেম্বর সম্পন্ন হয়। এতে সম্মানিত অতিথি ছিলেন চবি বাণিজ্য অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদুল ইসলাম চৌধুরী, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, ক্লাব সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুক, রাউজান আর আর এ সি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসতাক আহমদ। উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আজাদ খান, পরীক্ষার হল সুপার মাস্টার আকতার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক ও হল সচিব মাস্টার মো. নাছির উদ্দিন বাবুল, হানিফ চৌধুরী মাসুম, সহকারী হল সচিব মাস্টার মো. জাহাঙ্গীর আলম, এস এম জাফর চৌধুরী, মোহাম্মদ শামসুদ্দোহা, ইমরান হোসেন, নাছির উদ্দিন, সহকারী হল সুপার মাস্টার মিজানুর রহমান, সাগের হোসেন, রিজোয়ান চৌধুরী রুবেল, মাস্টার ইমরান হোসেন, শেখ তকির আহমদ,ছমিউদ্দিন নিজাম, মহসিন আলী, আব্দুর রহিম, সাদ্দাম হোসেন, শফিউল আলম, আরিফ মঈনুদ্দিন, মোহাম্মদ খোরশেদুল আলম, শফি সিকদার, অশোক বড়ুয়া, মোহাম্মদ মামুন চৌধুরী, মোহাম্মদ ইয়াছিন,এরশাদ ফারুক, আবু বকর চৌধুরী, আশরাফ উদ্দিন প্রমুখ। এতে প্রায় ৭৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অতিথিরা বলেন, রাউজান ক্লাব সমাজের জন্য যতগুলো বহুমুখী সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে তন্মধ্যে এই মেধাবৃত্তি পরীক্ষা অত্যন্ত প্রশংসনীয়। কারণ শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই হচ্ছে সেরা বিনিয়োগ। অতিথিবৃন্দ ক্লাব আয়োজিত হাফেজ বাদশা মিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষার উদ্যোগ কে সাধুবাদ জানান। উল্লেখ্য, রাউজানের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রাথমিক (তৃতীয়, চতুর্থ ও পঞ্চম) শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। পরীক্ষায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, নূরানী মাদ্রাসা, ফাজিল মাদ্রাসার শিক্ষক মন্ডলী হল পরীক্ষকের দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইন স্মরণ সভা