হাফেজ আউলিয়া হযরত হাফেজ মাওলানা ক্বারী ছুফী ছাইয়্যিদ ফজলুর রহমান হাফেজ নগরীর (ক🙂 ৯০তম ওরশ কাল বুধবার চন্দনাইশের সাতবাড়ীয়াস্থ হাফেজ নগর দরবার শরীফে অনুষ্টিত হবে।
তানযীমূল মুহ্বিবান ফদ্বল–আর–রাহমান কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য ওরশে সাজ্জাদানশীন ছুফী ছাইয়্যিদ ফরীদুল আনোয়ার হাফেজনগরী সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।










