হাফ ভাড়ায় নারাজ বাস মালিকরা, বৈঠকেও আসেনি সিদ্ধান্ত

| শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৬:৫৮ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের আন্দোলন জোরালো হয়ে উঠলেও বাসে হাফ ভাড়ার দাবি মানতে নারাজ পরিবহন মালিকরা। তারা বলছেন, সব শিক্ষার্থীর ভাড়া অর্ধেক নিতে গেলে তাদের বড় লোকসান গুণতে হবে। বাস মালিক নেতা খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, বেসরকারি পরিবহনে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক নেওয়ার কোনো সুযোগ নেই। খবর বিডিনিউজের।
এদিকে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর পরিবহন মালিকদের চাপে বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়ালেও শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে পরিবহন মালিকদের চাপ দিতে অনীহা সরকার।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বলছেন, বিষয়টি চাপিয়ে দেওয়ার মতো না। ডিজেলের দাম সরকার ২৩ শতাংশ বাড়ানোর পর বাস মালিকরা গাড়ি নামানো বন্ধ করে দিলে এই মাসের শুরুতে জনদুর্ভোগ চরমে ওঠে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের হাফ ভাড়ার মানববন্ধন থেকে চারজন আটক, পরে মুক্ত
পরবর্তী নিবন্ধচেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ফরম ছিনতাই!