সিটি মেয়র ডা. শাহাদত হোসেন বলেছেন, ইসলামী জীবন বিধানে কোরআনে হাকিমের পরপরই হাদিসের স্থান। কোরআন মজিদের শিক্ষা ও নির্দেশসমূহ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর করার জন্য রাসুল (দ.) যে পন্থা অবলম্বন করেছেন, তা হচ্ছে হাদীস। সুতরাং কোরআন–হাদিসের যথার্থ চর্চা ও মাহাত্ম্য অনুধাবন করা গেলে জাতীয় জীবনে একটি সুন্দর, সুস্থ সমাজ প্রতিষ্ঠা অধিকতর সম্ভব। আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের (একেএনবি) উদ্যোগে গতকাল সোমবার নগরীর এলজিইডি ভবন মিলনায়তনে ১৩ তম পবিত্র দরসুল হাদিস মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইরের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন–আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাজী মঈনউদ্দীন আশরাফী। উদ্বোধক ছিলেন, শাহজাদা আবদুল করিম কুতুবী। বিশেষ অতিথি ছিলেন–অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আলকাদেরী, কেন্দ্রীয় নির্বাহী চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী, অধ্যক্ষ আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দীন, অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন, স ম হামেদ হোসাইন। বিষয় ভিত্তিক দরস প্রদান করেন, অধ্যক্ষ রফিক উদ্দীন সিদ্দিকী, মুফতি ইব্রাহীম হানাফী, অধ্যাপক ড. আল্লামা জাফর উল্লাহ, অধ্যক্ষ হাসান রেজা আলকাদেরী, আশেকুর রহমান আলকাদেরী, ফখরুদ্দীন আলকাদেরী, আবদুল আজিজ রজভী। সভা পরিচালনা করেন, এম কফিল উদ্দীন রানা ও মুহাম্মদ শহিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।












